Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

0১. প্রশিক্ষণ কর্মসূচিঃ

       ক. গবাদিপশু হাস-মুরগী পালন প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কোর্স।

       খ. মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স।

       গ. পোষাক তৈরী  প্রশিক্ষণ কোর্স।

       ঘ. বসত বাড়িতে সব্জি চাষ প্রশিক্ষণ কোর্স।

       ঙ. ব্লক বাটিক প্রশিক্ষণ কোর্স।

       চ. সেলাই প্রশিক্ষণ কোর্স।

       ছ. 

০২. দারিদ্র বিমোচন ও ঋণ কর্মসূচিঃ 

(ক) পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচিঃ

     পারিবারিক বন্ধকে সুদৃঢ় করে বেকার দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সমাজিক উন্নয়নের জন্য দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একই পরিবারের অথবা নিকটআত্মীয় বা প্রতিবেশী পরিবারের পরস্পরের প্রতি আস্থভাজনদের নিয়ে পাঁচ সদস্যের গ্রপ গঠন করে একই  গ্রামের ৭ থেকে ১০ টি গ্রপ নিয়ে একটি কেন্দ্র গঠন করে প্রত্যেক সদস্যকে ঋণ প্রদান করা হয় ।

খ) আত্মকর্মসংস্থান কর্মসূচীঃ

     এ কর্মসূচির আওতায় জেলা সদরে উপপরিচালকের কার্যালয়ে বিভিন্ন ট্রেডে ১ থেকে ৬ মাস মেয়াদী প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রধান করা হয় । এ ছাড়া স্থানীয় চাহিদার ভিত্তিতে  উপজেলা পর্যায়ে সল্প মেয়াদী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষিত বেকার যুবদের  আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক/ অপ্রতিষ্ঠানিক ট্রেডে একক ব্যক্তি পর্যায়ে ঋণ প্রদান করা হয়। প্রতিষ্ঠানিক ট্রেডে একজন প্রশিক্ষিত যুবকে ৫০০০ থেকে ১০০০০০ পর্যমত্ম এবং  অপ্রতিষ্ঠানিক ট্রেডে ২৫০০০ থেকে ৬০০০০ পর্যমত্ম ঋণ প্রদান করা হয় ।

০৫) যুব সংগঠন নিবন্ধনঃ

     যুবসংগঠন সমূহকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের আর্থ- সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং যুব সংগঠন সমূহে কার্যক্রমে স্বচছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে যুব সংগঠন ( নিবন্ধন এবং পরিচালনা) আইন ২০১৫ আলোকে যুব সংগঠন(নিবন্ধন এবং পরিচালনা) বিধিমালা ২০১৭ প্রনয়ণ দ্বারা যুব সংগঠন নিবন্ধন কাজ শুরু হয়েছে।