Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter


ক্রমিকনং         

সেবারধরণ                       

সেবাপ্রদানেরসময়সীমা      

সেবাপ্রদানেরপদ্ধতি

              

সেবাপ্রদানেরস্থান

 

০১ 

তিন মাস মেয়াদী গবাদিপশু, হাঁসমুরগী পালন ও উহাদের প্রাথমিক চিকিৎসা এবং মৎস্য চাষ ও কৃষি বিষয়ে প্রশিক্ষণ কোর্স




 

উপজেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার পর মহা-পরিচালকের কার্যালয়/উপ-পরিচালকের কার্যালয় হইতে নির্দেশিত তারিখের মধ্যে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়।

বয়স(১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ বেকার যুবক ও যুবমহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন উপজেলা কার্যালয় আবেদন পত্র গুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন।অতঃপর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীগণের স্বাক্ষাৎকার নিবেন।স্বাক্ষাৎকারের মাধ্যমে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারাই প্রশিক্ষণে ভর্তি হতে পারবেন।

শেখ হাসিনা জাতীয় যুব প্রশিক্ষণ  কেন্দ্র






 

 

 

০২ 

১ মাস মেয়াদী মৎস্যচাষ প্রশিক্ষণ কোর্স

 

        ঐ

 

 

মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা। 

 

 


   ০৩

 

 

 

৬ মাস মেয়াদী পোষাক তৈরী ও ৪ মাস মেয়াদী বস্নক, বাটিক প্রশিক্ষণ কোর্স 

 

 

 

 

 

সেলাই,ব্লক,বাটিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা। 

০৪ 

৬ মাস মেয়াদী স্টেনোটাইপিং প্রশিক্ষণ কোর্স

উপজেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার পর মহা-পরিচালকের কার্যালয়/উপ-পরিচালকের কার্যালয় হইতে নির্দেশিত তারিখের মধ্যে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়।

বয়স(১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম এইচ.এস.সি পাশ বেকার যুবক ও যুবমহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন উপজেলা কার্যালয় আবেদন পত্র গুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন।অতঃপর  জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীগণের স্বাক্ষাৎকার নিবেন।স্বাক্ষাৎকারের মাধ্যমে যারা চূড়ান্ত ভাবে নির্বাচিত হবেন।

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, সাভার, ঢাকা 

 

 

 

 

০৫ 

৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স

 

 

 

০৬ 

৬ মাস মেয়াদী ইলেট্রনিক প্রশিক্ষণ কোর্স

 

বয়স(১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম এস.এস.সি বেকার যুবক ও যুবমহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন উপজেলা কার্যালয় আবেদনপত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন।অতঃপর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীগণের স্বাক্ষাৎকার নিবেন।স্বাক্ষাৎকারের মাধ্যমে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারাই প্রশিক্ষণে ভর্তি হতে পারবেন।

 

 

 

          ঐ

 

০৭ 

৬ মাস মেয়াদী রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন প্রশিক্ষণ কোর্স

উপজেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার পর মহাপরিচালকের কার্যালয়/উপপরিচালকের কার্যালয় হইতে নির্দেশিত তারিখের মধ্যে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়।

বয়স(১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম এস.এস.সি বেকার যুবক ও যুবমহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন উপজেলা কার্যালয় আবেদনপত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন।অতঃপর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীগণের স্বাক্ষাৎকার নিবেন।স্বাক্ষাৎকারের মাধ্যমে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারাই প্রশিক্ষণে ভর্তি হতে পারবেন।

 

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, সাভার, ঢাকা 

 

 

 

০৮ 

৬ মাস মেয়াদী ইলেকট্রনিক এন্ড হাউজওয়্যারিং প্রশিক্ষণ কোর্স

 

বয়স(১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ বেকার যুবক ও যুবমহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন উপজেলা কার্যালয় আবেদনপত্রগুলি যাচাই বাছাই করে জেলা কার্যালয়ে প্রেরণ করবেন।অতঃপর জেলা কার্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারীগণের স্বাক্ষাৎকার নিবেন।স্বাক্ষাৎকারের মাধ্যমে যারা চুড়ান্তভাবে নির্বাচিত হবেনতারাই প্রশিক্ষণে ভর্তি হতে পারবেন।

 

 

০৯ 

৭ হইতে ১০ দিনের গবাদিপশু ও হাঁস মুরগী পালন ও উহাদের প্রাথমিক চিকিৎসা মৎস্যচাষ এবং নাসারী বিষয়ে প্রশিক্ষণ কোর্স(অপ্রাতিষ্ঠানিক)

উপজেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার পর মহা-পরিচালকের কার্যালয়/উপ-পরিচালকের কার্যালয় হইতে নির্দেশিত তারিখের মধ্যে প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করতে হয়। 

 

 

বয়স(১৮-৩৫) বৎসরের মধ্যে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ বেকার যুবক ও যুবমহিলা প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীগণ উপজেলা কার্যালয়ে আবেদন করবেন।উপজেলা কার্যালয় আবেদনপত্রগুলি যাচাই বাছাই করে ৩০ জনের একটি তালিকা প্রস্ত্তত করে অনুমোদনের জন্য  জেলা কার্যালয়ে প্রেরণ করবেন। জেলা কার্যালয় হইতে অনুমোদন পাওয়ার পর উপজেলা কার্যালয় কর্তৃক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

স্থানীয়ভাবে নির্ধারিত ভ্রাম্যমান প্রশিক্ষণ কেন্দ্র।